‘নানা স্বাদে রাঁধুনী’ অনুষ্ঠানে টনি খান
তনিমা হামিদের উপস্থাপনায় প্রতি শুক্রবার রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘নানা স্বাদে রাঁধুনী’। এ অনুষ্ঠানে প্রাচ্য ও পাশ্চাত্যের খাবার, ফুড কালচার, রান্নার বৈচিত্র্য সম্পর্কে ধারণা এবং নতুন নতুন রেসিপি উপস্থাপন করা হয়ে থাকে।