কানাডায় ৬ শতাধিক মাঙ্কিপক্সের রোগী শনাক্ত
কানাডায় গতকাল বুধবার পর্যন্ত ৬০৪ জনের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। দেশটির পাবলিক হেলথ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া। কানাডার পাবলিক হেলথ এজেন্সি জানিয়েছে, কুইবেক প্রদেশে ৩২০, অন্টারিওতে ২৩০, ব্রিটিশ কলাম্বিয়ায় ৪০, আলবার্টায় ১২ ও সাসকাচুয়ানে দুজনের মাঙ্কিপক্স