নন্দীগ্রাম মমতারই
যে নন্দীগ্রাম একসময় জয়ের সুবাতাস নিয়ে এসেছিল, সেই নন্দীগ্রাম এবারও হতাশ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে। দলত্যাগী শুভেন্দু অধিকারীকে পরাজিত করে ঠিকই নন্দীগ্রাম বুঝে নিলেন তিনি। এতে নন্দীগ্রামের মানুষের কী হয়েছে বা হবে, আখেরে তাদের ভালো হলো, কি মন্দ সে হিসাব বাদ রেখেই সবার দিদি এবার একটু আনন্দ করতেই পারে