এমবির টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা
মামুনের মামা সাঈদ হোসেন জানায়, ঈদের ছুটিতে মায়ের সঙ্গে মামুন ও তার দুই বোন নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে মামুন গেমস খেলতে মায়ের কাছে মোবাইলের এমবির জন্য টাকা চাইলে, তার মা কমলা বেগম পরে দেবে বলেন। এই কথা শুনে রাগে ক্ষোভে ঘরের বিদ্যুতের তার গলায় লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার মা ঢাকার একটি পোশ