ভোট না চাওয়া সেই ২ দল নিবন্ধনও পায়নি: টুকু
অন্তর্বর্তী সরকারপ্রধানের ‘একটি দল নির্বাচন চায়’ মন্তব্য প্রসঙ্গে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘যারা বলে, একটি দল নির্বাচন চায়। তাদের বলতে চাই, এটা আমাদের দাবি নয়, জনগণের দাবি। যারা নির্বাচন চায় না, সেই দুই দল নিবন্ধনও পায়নি এবং আবেদনও করেনি।’