Ajker Patrika

রাকসু নির্বাচন: মুদ্রা ও ডাকটিকিটের আদলে লিফলেট, গানে প্রচার

  • দৈনিক পত্রিকার আদলেও তৈরি করা হয়েছে লিফলেট।
  • জমির দলিল, হলফনামার আদলে লিফলেট তৈরি করেছেন কেউ কেউ।
দীন ইসলাম, রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারে এসেছে অভিনবত্ব। গতকাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে গান গেয়ে ভোট প্রার্থনা করেন রাকসুর সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদপ্রার্থী কে এস কে হৃদয়। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারে এসেছে অভিনবত্ব। গতকাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে গান গেয়ে ভোট প্রার্থনা করেন রাকসুর সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদপ্রার্থী কে এস কে হৃদয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচার জমে উঠেছে অভিনবত্বে। কেউ গান গেয়ে ভোট চাইছেন। কেউ মুদ্রার আদলে তৈরি করেছেন প্রচারপত্র। কারও কাছে ডাকটিকিটের মতো কাগজ; আবার কেউ পুলিশের পোশাক পরে ভিডিও বানিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। কেউ পত্রিকার আঙ্গিকে প্রচারপত্র তৈরি করেছেন।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। ২৫ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। গতকাল বৃহস্পতিবার প্রচারণার চতুর্থ দিনে প্রার্থীরা হাজির হয়েছেন অভিনব সব কৌশল নিয়ে।

গতকাল গান গেয়ে ভোট চাইতে দেখা গেল রাকসুর সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদপ্রার্থী কে এস কে হৃদয়কে। বলেন, ‘আমরা আসলে গানেরই মানুষ। গানের মাধ্যমেই মানুষের কাছে সবচেয়ে সহজে পৌঁছানো যায়। আমি চাই এই ক্যাম্পাসে সর্বদা সংস্কৃতি বিকশিত হোক। নির্বাচিত হলে পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকর করাই হবে আমার প্রধান লক্ষ্য।’

মিডিয়া ও প্রকাশনা সহকারী সম্পাদক পদপ্রার্থী মুনান হাওলাদার ভোট চাইছেন ‘দৈনিক রাকসু’ নামের পত্রিকার মতো লিফলেটে। সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থী বলেন, ‘আমি চেয়েছি লিফলেটটা যেন সাংবাদিকতার প্রতীকী রূপ পায়। তাই পত্রিকার আঙ্গিকে ডিজাইন করেছি। ইতিমধ্যে ভালো সাড়া পাচ্ছি।’

অন্যদিকে পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক পদপ্রার্থী শরিফুল ইসলাম প্রচারণায় ব্যবহার করছেন মুদ্রার আদলে লিফলেট। তিনি বলেন, ‘টাকার মতো প্রচারপত্র সহজেই সবার নজরে আসে। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, শুধু ভিন্নভাবে বার্তা পৌঁছে দিতে চেয়েছি।’

সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদপ্রার্থী জায়িদ হাসান জোহা ভিডিও বানিয়েছেন পুলিশের পোশাক পরে। ভোট চাইতে গিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতেই পুলিশের পোশাক ব্যবহার করেছি। সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক আয়োজনকে নতুনভাবে শক্তিশালী করতে চাই।’

স্বতন্ত্র প্রার্থী ফাহির আমিন প্রচারণায় এনেছেন জমির দলিল, হলফনামা ও ডাকটিকিটের আদলের লিফলেট। এগুলো প্রথমে আইনি কাগজপত্র মনে হলেও শিক্ষার্থীরা বলছেন, রাকসু নির্বাচনে অভিনব প্রচারণা দেখে তাঁরা আনন্দ পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুজ্জামান বলেন, ‘প্রার্থীরা যে লিফলেট দিয়ে প্রচারণা করছেন, সেগুলো এতটাই আকর্ষণীয় ও অভিনব যে হাতে পেলেই ভালো লাগে। এগুলো শুধু প্রচারণার উপকরণ নয়, অনেকটা সংগ্রহে রাখার মতো স্মারক বলেই মনে হয়। এর মাধ্যমে প্রার্থীরা নিজেদের ভাবনা ও পরিকল্পনা যেভাবে উপস্থাপন করছেন, তা সত্যিই শিক্ষার্থীদের দৃষ্টি কাড়ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত