নুর ও হিরো আলমের মতো নেতার উত্থানে বিএনপির হাত রয়েছে: নাছির
রাজনীতিতে নুরুল হক নুর ও হিরো আলমের ‘উত্থানের’ নেপথ্যে বিএনপির ‘হাত’ আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেছেন, ‘হিরো আলম বা নুরের মতো তথাকথিত নেতার উত্থান, তথাকথিতই বলব। এদের নেপথ্যে থেকে কারা সহযোগিতা করছে? বিএনপি এটা করছে।