ভাসানচরমুখী হচ্ছেন রোহিঙ্গারা, নবম দফায় গেলেন ৭৯৭ জন
রোহিঙ্গা মোহাম্মদ সলিম উল্লাহ (৪৫) বলেন, ‘ভাসানচরের সুযোগ-সুবিধা এখান থেকেও বেশি, আমাদের এখানে (উখিয়ার ক্যাম্প) বিভিন্ন সময় অনেক ঝামেলা হয়। কিন্তু, ভাসানচরের পরিবেশ অনেক শান্ত। তাই আমরা ভালো থাকতে পরিবার নিয়ে সেখানে যাচ্ছি।’