বাংলাদেশের গানে এই প্রথম নারগিস ফাখরি
‘তুই কি রাখিস মনেরই খবর, তুই কি জানিস, আমি শুধু তোর?’ ভালোবাসার এমন কথায়, সুরের ইন্দ্রজালে নির্মিত হল গান ‘মনেরই খবর’। কৌশিক হোসেন তাপসের কথা সুর ও সংগীতায়োজনে এ গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী লুইপা ও শামিম হাসান। টিএম রেকর্ডসের নতুন গানটি প্রকাশিত হলো আজ ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে।