‘স্বামী নাই, ঘর নাই, তবু না পাই ভাতা, না পাই ঘর’
‘সারা দিন গাঁওয়ে গাঁওয়ে (গ্রাম) ভিক্ষা কইয়্যা, রাইতে ছোট মাইয়্যার ঘরে থাহি। সরকার যদি আমারে দয়া কইয়্যা একটা ঘর-বাড়ি দিত! মরণের আগে শান্তিতে কডাদিন থাকতে পারতাম। কতজন কত কী পায়! আমার স্বামী নাই, ঘর নাই, বাড়ি নাই। তারপরও না পাই ভাতা, না পাই ঘরবাড়ি। আর কবে পামু সরকারি সাহায্য?’ আক্ষেপ করে বলছিলেন ৯০ বছ