Ajker Patrika

ভুলে আসা ভাতা বৃদ্ধার কাছে পৌঁছে দিলেন যুবক

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
ভুলে আসা ভাতা বৃদ্ধার কাছে পৌঁছে দিলেন যুবক

রংপুরের পীরগাছায় মিনহাজুল ইসলাম মিলন নামের এক যুবকের মোবাইল ফোন নম্বরে ভুলক্রমে বয়স্ক ভাতার সাড়ে সাত হাজার টাকা আসে। পরে এই টাকার মালিকে তিনি খুঁজতে থাকেন। গতকাল বৃহস্পতিবার উপকারভোগীর সন্ধান পেয়ে তাঁর বাড়িতে গিয়ে ওই টাকা পৌঁছে দিয়েছেন তিনি।

জানা গেছে, পীরগাছা উপজেলার ধনির বাজার এলাকার স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আব্দুর রহমানের স্ত্রী ফিরোজা বেগমের নামে বয়স্ক ভাতার কার্ড হয়। পরে উপকারভোগীদের নাম অনলাইন প্রক্রিয়ায় দেওয়া হলে ফিরোজা আর ভাতার টাকা পাননি। মোবাইল ফোন নম্বর ভুল হওয়ার কারণে ভাতার টাকা চলে যায় মিলনের মোবাইলে। হঠাৎ মোবাইলে টাকা দেখে এর মালিককে খুঁজতে থাকেন মিলন। অবশেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় উপকারভোগী ফিরোজাকে খুঁজে পান তিনি। গতকাল সকালে উপজেলার ধনির বাজার এলাকায় ফিরোজার বাড়িতে গিয়ে তাঁর হাতে ৭ হাজার ৫০০ টাকা তুলে দেন মিলন। মিলন ইটাকুমারী ইউনিয়নের আরাজি ঝিনিয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

মিলন মিয়া বলেন, ‘টাকাটা আসার পর চিন্তিত ছিলাম। কার টাকা, কেউ খোঁজ নিল না। পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করে উপকারভোগী ফিরোজার হাতে টাকা তুলে দিই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত