নতুন গান ‘স্পাইসি’ নিয়ে সমালোচনার জবাব দিলেন জেফার
নতুন ইংরেজি গান ‘স্পাইসি’ নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন জেফার রহমান। নার্গিস আক্তারের গাওয়া ‘সোনা বন্ধু তুই আমারে’ গানের দুই লাইন ব্যবহার করা হয়েছে গানটিতে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গানের সমালোচনার জবাবে এই শিল্পী বলেন, ‘ট্রলকে কখনোই পাত্তা দিই না, আমার যোগ্যতা আমি জান