আজকের তারাবি ২৩: সংবাদ পরিবেশনের নীতি ও হুদাইবিয়ার সন্ধির কথা
আজ ২৩তম তারাবি। এতে পবিত্র কোরআনের ২৬তম পারা তথা সুরা আহকাফ, সুরা মুহাম্মদ, সুরা ফাতহ, সুরা হুজুরাত ও সুরা জারিয়াতের ১ থেকে ৩০ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হবে। এই অংশে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে।