আজকের তারাবি ২৭: ওজনে কম দেওয়ার শাস্তি ও শবে কদরের ফজিলত
আজ ২৭তম তারাবি। এতে পবিত্র কোরআনের সর্বশেষ পারা তথা ৩০তম পারা তিলাওয়াত করা হবে। এতে যেসব সুরা রয়েছে, তা হলো যথাক্রমে—সুরা নাবা, নাজিয়াত, আবাসা, তাকভির, ইনফিতার, মুতাফফিফিন, ইনশিকাক, বুরুজ, তারিক, আলা, গাশিয়া, ফাজর, বালাদ, শামস, লাইল, দুহা, ইনশিরাহ, ত্বিন, আলাক, কদর, বাইয়িনা, জিলজাল, আদিয়া, কার