অনুবাদক ও লেখক জাভেদ হুসেনের বিশেষ সাক্ষাৎকার: পর্ব-২
মির্জা গালিব, মীর তকি মীর, বাহাদুর শাহ জাফর, সন্ত কবিরসহ বহু মনীষীর কবিতা উর্দু, ফারসি কিংবা পুরোনো হিন্দি থেকে বাংলা ভাষায় অনুবাদ করে এ দেশে জনপ্রিয় করেছেন জাভেদ হুসেন। শুধু তাই নয়, তিনি বাংলায় অনুবাদ করেছেন কার্ল মার্ক্সের প্রচুর বই। বিস্তারিত দেখুন সাক্ষাৎকারে।