আয়মান সাদিকের কোলের শিশুটি আয়মান-মুনজেরিন দম্পতির নয়
আয়মান সাদিক-মুনজেরিন রশিদ বাংলাদেশের তরুণদের কাছে জনপ্রিয় এক জুটি। গত বছরের ১৫ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় এই জুটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে, আয়মান সাদিকের কোলে একটি শিশু, পাশেই হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন মুনজেরিন র