ব্রাহ্মণপাড়ায় আগাম মুলা চাষে কৃষকের হাসি
ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া, অলুয়া, আসাদনগর, মনোহরপুর, চণ্ডীপুরসহ বিভিন্ন এলাকার চাষিরা বিভিন্ন শীতের সবজির আগাম চাষ করেছেন। এর মধ্যে আগাম জাতের মুলা এখন বাজারে বিক্রি হচ্ছে। ফলন ভালো হওয়ায় এবং বেশি দামে বিক্রি করতে পেরে খুশি কৃষক।