Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি কারাগারে

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১৪: ৩৪
ব্রাহ্মণপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি কারাগারে

কুমিল্লার ব্রা‏হ্মণপাড়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে বিল্লাল হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তারের পর পুলিশ আদালতে পাঠালে বাচারক এই নির্দেশ দেন। 

এর আগে গত বুধবার রাতে এ ঘটনায় থানায় মামলা করা হয়। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে পরীক্ষার জন্য গতকালই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ জুন বিল্লাল হোসেনের বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে শিশুটিকে ফাঁকা বাড়িতে ডেকে ভেতরে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন। ভয়ে শিশুটি কাউকে কিছুই জানায়নি। 

গত ৪ নভেম্বর ওই ছাত্রীর পেটে প্রচণ্ড ব্যথা উঠলে পরিবারের সদস্যরা আল্ট্রাসনোগ্রাম করে জানতে পারেন শিশুটি অন্তঃসত্ত্বা। পরদিন অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির গর্ভপাতও হয়ে যায়। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে সে ধর্ষণের ঘটনা জানায়। 

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বিল্লাল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের মামলা দায়ের করেন। পুলিশ গতকাল দুপুরে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রা‏হ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দীন বলেন, ধর্ষণের কারণে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গর্ভপাত হয়ে যায়। গতকাল ওই ছাত্রীকে হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। 

ব্রা‏হ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বিল্লাল হোসেন প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশ ভ্রমণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে

সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

পাইলট ইচ্ছে করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ২৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত