ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বর প্রবাসী। তাই মা রাজি হয়ে যান তাঁর সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে। ঘটা করেই বিয়ের আয়োজন করা হয়। নানান পদের মুখরোচক খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন চলছিল। এমন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজির হয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন। এদিকে ইউএনওর উপস্থিতির খবরে বিয়ের বাড়িতে যাননি বর।
এ ঘটনা কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা এলাকায়।
ইউএনও হাজির হয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন। এ ছাড়া প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিয়ে দেবেন না–এ মর্মে মায়ের কাছ থেকে মুচলেকাও আদায় করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বেড়াখলা এলাকায় স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর (১৪) বিয়ের আয়োজন চলছিল। এমন খবর পেয়ে ইউএনও স ম আজহারুল ইসলাম সেখানে যান। তাঁরা কনের বাড়িতে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে কনের মা স্বীকার করেন তাঁর মেয়ে অপ্রাপ্তবয়স্ক। এ কারণে কনের মায়ের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল, সাইফুল ইসলাম আলাউল আকবর ও ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, বাল্যবিবাহ বেআইনি। বাল্যবিবাহের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিয়ে আয়োজনের জন্য মেয়েটির মা দায়ী। এ কারণে তাঁকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না–এ মর্মে মায়ের কাছ থেকে মুচলেকাও আদায় করা হয়।
এ ছাড়া সেখানে বরপক্ষের আসার কথা থাকলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা আর আসেনি বলে জানান তিনি।
বর প্রবাসী। তাই মা রাজি হয়ে যান তাঁর সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে। ঘটা করেই বিয়ের আয়োজন করা হয়। নানান পদের মুখরোচক খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন চলছিল। এমন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজির হয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন। এদিকে ইউএনওর উপস্থিতির খবরে বিয়ের বাড়িতে যাননি বর।
এ ঘটনা কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা এলাকায়।
ইউএনও হাজির হয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন। এ ছাড়া প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিয়ে দেবেন না–এ মর্মে মায়ের কাছ থেকে মুচলেকাও আদায় করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বেড়াখলা এলাকায় স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর (১৪) বিয়ের আয়োজন চলছিল। এমন খবর পেয়ে ইউএনও স ম আজহারুল ইসলাম সেখানে যান। তাঁরা কনের বাড়িতে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে কনের মা স্বীকার করেন তাঁর মেয়ে অপ্রাপ্তবয়স্ক। এ কারণে কনের মায়ের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল, সাইফুল ইসলাম আলাউল আকবর ও ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, বাল্যবিবাহ বেআইনি। বাল্যবিবাহের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিয়ে আয়োজনের জন্য মেয়েটির মা দায়ী। এ কারণে তাঁকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না–এ মর্মে মায়ের কাছ থেকে মুচলেকাও আদায় করা হয়।
এ ছাড়া সেখানে বরপক্ষের আসার কথা থাকলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা আর আসেনি বলে জানান তিনি।
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীপারে মশাল প্রজ্বালন করেছে হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচ জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর ও নীলফামারীতে একযোগে এই কর্মসূচি পালন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’।
৬ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মন্নুজান হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর চেয়ে ৪ গুণ বেশি ভোট পেয়েছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী।
৩১ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) দুটি কারখানায় ৮ ঘণ্টা ধরে জ্বলছে আগুন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষ্মণ নেই। আগুন আরও বাড়ছে। পাশের কারখানায় ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস ও নৌবাহিনী মিলে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দীর্ঘ সময়ের শ্রমে তারা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের কর্ণফুলীতে বিয়েবাড়িতে ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম।
১ ঘণ্টা আগে