কোটা আন্দোলনের ছবি যেভাবে ফিরে এল সাকিবিয়ানদের হয়ে
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আশপাশে সাকিব পক্ষ ও সাকিব বিরোধীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও লং মার্চ করেছেন। গতকাল রোববার সেখানে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে। এমন প্রেক্ষাপটে ফেসবুকে বিশাল সমাবেশের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি সাকিবিয়ানদের (সাকিবভক্ত) মিছিল।