দেশে ফিরে বিয়ে করার কথা ছিল হাদিসুরের
একমাত্র বোন সানজিদার বিয়ে হয়েছে জেলা আমতলী উপজেলায়। খবর পেয়ে বাবার বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। সানজিদা বলেন, ‘তিনডা ভাইর আমি একটা বুইন। প্রতিদিনই ও আমার খোঁজ খবর নিত। বিয়ার কথা বলছিলাম, বলছিল, আপা এইবার সেপ্টেম্বর মাসে বাড়িতে আইসা ঘর উডাইয়া বিয়া করমু। আহারে আমার ভাই...