মায়ের সঙ্গে শিশুপ্রহরে যাওয়া হলো না আয়ান–আয়াতের
রাত পোহালেই শুক্রবার। ছুটির দিনে মায়ের সঙ্গে বইমেলার শিশুপ্রহরে যাওয়ার কথা ছিল আয়ান আর আয়াতের। হালুম, টুকটুকি, ইকরি ও শিকুর সঙ্গে আনন্দে মেতে উঠবে, এমনটাই হয়ত ভেবেছিল ওরা। কিন্তু বেইলি রোডের আগুন কেড়ে নিল সবকিছু।