বুড়িচংয়ে কমছে পান চাষ
ধারণা করা হয় প্রায় দুই শ বছর ধরে পান চাষ হচ্ছে বুড়িচংয়ের ময়নামতির হরিণধরা, বাগিলারা, বাজেবাহেরচর, মইনপুর গ্রামে। এক সময় এখানকার বহু পরিবার পান চাষ করে জীবিকা নির্বাহ করত। সুদীর্ঘ কাল থেকে এই গ্রামগুলোতে শত শত সনাতন ধর্মাবলম্বীর বাস।