Ajker Patrika

স্ত্রীকে হত্যা করে পুলিশে খবর দিতে বললেন স্বামী

প্রতিনিধি, বুড়িচং (কুমিল্লা)
স্ত্রীকে হত্যা করে পুলিশে খবর দিতে বললেন স্বামী

‘আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি, পুলিশে খবর দেও, পুলিশ আসলে ঘরের দরজা খুলে দেব’, স্ত্রীকে হত্যার পর প্রতিবেশীদের ডাকে বন্ধ দরজার ওপাশ থেকে এমন কথাই বলেন আনসার সদস্য জাহাঙ্গীর আলম।

কুমিল্লার বুড়িচং উপজেলার সদকপুর গ্রামের জাহাঙ্গীরের ঘর থেকে আজ সোমবার তাঁর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে বুড়িচং থানা পুলিশ। পরে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর উত্তর পাড়া গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে জাহাঙ্গীর আলমের (৪৫) সঙ্গে একই উপজেলার খাড়াতাইয়া গ্রামের ছাফর আলীর মেয়ে শাহিনুর আক্তারের ২০ বছর আগে বিয়ে হয়। তাঁদের দুটি ছেলে রয়েছে। বড় ছেলে একাদশ শ্রেণিতে ও ছোট ছেলে নবম শ্রেণিতে পড়ে।

জাহাঙ্গীর জেলার বরুড়া উপজেলায় আনসার ব্যাটালিয়ানে কর্মরত। সাম্প্রতিক সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এ নিয়ে স্ত্রীকে একাধিকবার মারধর করেছেন জাহাঙ্গীর। পরে পারিবারিকভাবে তা মিটিয়েও ফেলা হয়।

বড় ছেলে রবিউল জানায়, ঈদের পরদিন বৃহস্পতিবার রাতে তাঁর বাবা ছুটিতে বাড়িতে আসেন। মায়ের সঙ্গে ঝগড়া হয়। রোববার রাতের খাবার শেষে রবিউল ও তাঁর ছোট ভাই পাশের ঘরে ঘুমিয়ে পড়ে। পাশের আরেকটি কক্ষে ঘুমান বাবা ও মা। ভোর ৪টায় চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে বাড়িতে প্রচুর লোকজন দেখতে পায় রবিউল।

সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী সরু মিয়া বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি জাহাঙ্গীর ঘরের দরজা বন্ধ করে রেখেছেন। দরজা খোলার জন্য বললে জাহাঙ্গীর বলেন, পুলিশকে খবর দিতে, পুলিশ এলে দরজা খোলা হবে। তাৎক্ষণিকভাবে আমি বিষয়টি বুড়িচং থানা পুলিশকে জানাই।

একই বাড়ির মোস্তফা বলেন, জাহাঙ্গীরকে অনুরোধ করে আমি ঘরের ভেতরে ঢুকে দেখি বিছানার ওপর তাঁর স্ত্রীর রক্তাক্ত মরদেহ। সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে বাড়ির লোকদের বিষয়টি জানাই। খবর পেয়ে বুড়িচং থানা পুলিশের একটি দল আসে। তখন জাহাঙ্গীর ঘরের দরজা খুলে দেন।

বুড়িচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম বলেন খবর পেয়ে ভোর ৬টায় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি দেখে আনসার সদস্য ঘরের দরজা খুলে দেন। এসময় বিছানার ওপর থেকে তাঁর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, লাঠির আঘাতেই মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। আনসার সদস্য জাহাঙ্গীরকে আটক ও জিজ্ঞাসাবাদের জন্য তাঁর দুই ছেলেকে থানায় নিয়ে আসা হয়েছে।

মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত