উপনির্বাচনে ৫ আসনেই পরাস্ত বিজেপি, উজ্জীবিত কংগ্রেস
উপনির্বাচনে কংগ্রেস কিছুটা হলেও অক্সিজেন পেল বলেই পর্যবেক্ষক মহলের অনুমান। এরই মধ্যে এদিন ভারতের সফল ভোট কৌশলী প্রশান্ত কিশোর এদিন সকালে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, সাবেক সভাপতি রাহুল গান্ধী ও বর্ষীয়ান নেতা কেসি বেনুগোপালের সঙ্গে বৈঠক করায় সাধারণ কংগ্রেস কর্মীরাও বেশ উজ্জীবিত।