ভোটাধিকার নিয়ে এমন তামাশা-প্রহসন দেশে আগে দেখা যায়নি: সাইফুল হক
আজকের এই ১৬ ডিসেম্বর বিজয় দিবস যখন পালন হচ্ছে, তখন সরকার ’১৪ ও ’১৮ সালের মতো আরেকটা ভাগ-বাঁটোয়ারা ও নীলনকশার নির্বাচনের পাঁয়তারা করছে। ইতিমধ্যে মানুষ নির্বাচনের এই অপতৎপরতাকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে...