বিকেএসপির মাঠে ধরা পড়ল ১২ কেজির মাগুর মাছ!
মাঠের চারদিকে পানি, মাঝে শুধু উইকেট জেগে আছে দ্বীপের মতো! কাল সাভারের বিকেএসপির মাঠের ছবি ছিল এমনই। মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগের বিকেএসপির ম্যাচগুলো আনা হয়েছে ঢাকায়। মাঠের অবস্থা দেখে কারও মনে হতেই পারে, বিকেএসপির মাঠে মাছ চাষ করা যেতে পারে!