নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টোকিওতে ফোনের অপর প্রান্তে ‘ঈদ মোবারক’ শুনে হেসে ফেললেন সাঁতারু আরিফুল ইসলাম! হেসেই বললেন, ‘আজ যে ঈদ ভুলেই গিয়েছিলাম! এখানে সবাই এত ব্যস্ত যে ঈদ পালনের সময়ই নেই।’ টোকিওতে থাকা বাংলাদেশি অলিম্পিয়ানদের মাথায় এখন ‘অলিম্পিক’ শব্দটা এমনভাবেই ঢুকে গেছে যে ঈদ নিয়ে ভাবার অবসরটুকুও নেই! অন্তত আরিফের কথায় সেটাই প্রমাণ হয়।
বাংলাদেশের একদিন আগেই বিশ্বের অনেক দেশে আজ পালন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। টোকিওতেও আজ ঈদ। অবশ্য হাতে গোনা কজন অলিম্পিয়ান বাদে ভিনদেশে অনেকেই ভুলে বসে আছেন ঈদের কথা।
অবশ্য ব্যস্ততার মধ্যেই ঈদের নামাজ আদায় করেছেন তিরন্দাজ রোমান সানা। মিশর-জর্ডানসহ কয়েক দেশের অ্যাথলেটরা মিলে সকালের আলো ফুটতেই অলিম্পিক ভিলেজে সেরে ফেলেছেন ঈদের জামাত। ঈদের জামাতের ছবি পোস্ট করে ফেসবুকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশসেরা তিরন্দাজ।
এবারের অলিম্পিকে দেশের লাল-সবুজ পতাকা বহনকারী আরিফুল ইসলাম তিন বছর ধরেই দেশের বাইরে। ছোটবেলা থেকেই বিকেএসপিতে বেড়ে ওঠা এই সাঁতারু পরিবারের সঙ্গে ঈদ করার ‘সৌভাগ্য’ খুব বেশি একটা হয় না বলে জানালেন, ‘চতুর্থ শ্রেণি থেকে আমি বিকেএসপির ছাত্র। ক্লাস ফাইভে থাকতে একবার পরিবারের সঙ্গে ঈদ করতে না পেরে মন খারাপ হয়েছিল। এখন আর হয় না।’
আরিফ মেনে নিতে পারলেও মন খারাপ হচ্ছে অ্যাথলেট জহির রায়হানের। ২৫ তারিখ জাপান যাবেন। থাকতে হচ্ছে তাই সুরক্ষাবলয়ে। দেশে থাকলেও পরিবার থেকে দূরে বিকেএসপির ক্যাম্পে ঈদ করতে হবে জহিরকে। এ নিয়ে জীবনে মাত্র দুবার পরিবার থেকে দূরে ঈদ করতে হচ্ছে তাঁকে। বললেন, ‘কষ্ট খুব বেশি হচ্ছে না। কারণ, আমি আমার স্বপ্ন পূরণের পথে আছি। অলিম্পিকে খেলার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণ করতে হলে খানিকটা ত্যাগ তো স্বীকার করতেই হবে।’
টোকিওতে ফোনের অপর প্রান্তে ‘ঈদ মোবারক’ শুনে হেসে ফেললেন সাঁতারু আরিফুল ইসলাম! হেসেই বললেন, ‘আজ যে ঈদ ভুলেই গিয়েছিলাম! এখানে সবাই এত ব্যস্ত যে ঈদ পালনের সময়ই নেই।’ টোকিওতে থাকা বাংলাদেশি অলিম্পিয়ানদের মাথায় এখন ‘অলিম্পিক’ শব্দটা এমনভাবেই ঢুকে গেছে যে ঈদ নিয়ে ভাবার অবসরটুকুও নেই! অন্তত আরিফের কথায় সেটাই প্রমাণ হয়।
বাংলাদেশের একদিন আগেই বিশ্বের অনেক দেশে আজ পালন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। টোকিওতেও আজ ঈদ। অবশ্য হাতে গোনা কজন অলিম্পিয়ান বাদে ভিনদেশে অনেকেই ভুলে বসে আছেন ঈদের কথা।
অবশ্য ব্যস্ততার মধ্যেই ঈদের নামাজ আদায় করেছেন তিরন্দাজ রোমান সানা। মিশর-জর্ডানসহ কয়েক দেশের অ্যাথলেটরা মিলে সকালের আলো ফুটতেই অলিম্পিক ভিলেজে সেরে ফেলেছেন ঈদের জামাত। ঈদের জামাতের ছবি পোস্ট করে ফেসবুকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশসেরা তিরন্দাজ।
এবারের অলিম্পিকে দেশের লাল-সবুজ পতাকা বহনকারী আরিফুল ইসলাম তিন বছর ধরেই দেশের বাইরে। ছোটবেলা থেকেই বিকেএসপিতে বেড়ে ওঠা এই সাঁতারু পরিবারের সঙ্গে ঈদ করার ‘সৌভাগ্য’ খুব বেশি একটা হয় না বলে জানালেন, ‘চতুর্থ শ্রেণি থেকে আমি বিকেএসপির ছাত্র। ক্লাস ফাইভে থাকতে একবার পরিবারের সঙ্গে ঈদ করতে না পেরে মন খারাপ হয়েছিল। এখন আর হয় না।’
আরিফ মেনে নিতে পারলেও মন খারাপ হচ্ছে অ্যাথলেট জহির রায়হানের। ২৫ তারিখ জাপান যাবেন। থাকতে হচ্ছে তাই সুরক্ষাবলয়ে। দেশে থাকলেও পরিবার থেকে দূরে বিকেএসপির ক্যাম্পে ঈদ করতে হবে জহিরকে। এ নিয়ে জীবনে মাত্র দুবার পরিবার থেকে দূরে ঈদ করতে হচ্ছে তাঁকে। বললেন, ‘কষ্ট খুব বেশি হচ্ছে না। কারণ, আমি আমার স্বপ্ন পূরণের পথে আছি। অলিম্পিকে খেলার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণ করতে হলে খানিকটা ত্যাগ তো স্বীকার করতেই হবে।’
স্থগিত হয়ে যাওয়া আইপিএল আগামী শনিবার থেকে আবার মাঠে ফিরছে। তবে এই আইপিএলে ফিরতে না-ও পারেন বেশ কয়েকজন বিদেশি তারকা। না, নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে নয়, তাঁদের না ফেরার কারণ আইপিএলের পরিবর্তিত সূচির সঙ্গে জাতীয় দলের সাংঘর্ষিক সূচি!
১৪ মিনিট আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বৃষ্টি ভালোই বাগড়া দিয়েছে। যতটুকু খেলা হয়েছে, তাতেই সৈয়দ খালেদ আহমেদ আগুন ঝরিয়েছেন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে চোখে সর্ষেফুল দেখছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
৪০ মিনিট আগেপেপাল পার্কে আজ রীতিমতো গোলের বন্যা হয়েছে। কখনো গোল করেছে ইন্টার মায়ামি, কখনোবা সান জোসে আর্থকোয়াক্স। তবে গোলবন্যার এই ম্যাচে লিওনেল মেসি কোনো গোল পাননি। একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
১ ঘণ্টা আগেবার্সেলোনার ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে রিয়াল মাদ্রিদ এখনো শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে রিয়ালের।
২ ঘণ্টা আগে