ক্রীড়া প্রতিবেদক, সাভার
দুই বিদেশি কোচ টাটেন্ডা টাইবু ও অ্যান্ডি কোটামের চুক্তি নবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। এ দুই কোচের কাজে সন্তুষ্ট বিকেএসপির নীতিনির্ধারকেরা। পাশাপাশি বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়নের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আরও বিদেশি কোচ চেয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক বিষয়গুলো নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘তারা (টাইবু) আমাদের এখানে যে পারফরম্যান্স দেখিয়েছে, আমরা খুশি। পরবর্তী আরেকটা মেয়াদের জন্য চুক্তিটা নবায়ন করতে চাচ্ছি। তারা ভালো করছে।’
গত বছরের মার্চে তাঁরা দুজন কোচ হিসেবে যোগ দেন এক বছরের চুক্তিতে। টাইবু আছেন অনূর্ধ্ব ১৪ দলের বয়সভিত্তিক কোচ হিসেবে আর কোটাম ক্রিকেট কোচ হিসেবে।
তাঁদের ছাড়াও প্রতিষ্ঠানটি ক্রিকেট বোর্ডের কাছে আলাদাভাবে ব্যাটিং-বোলিং কোচও চেয়েছে। এ জন্য খসড়াও তৈরি করেছেন বলে জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক, ‘আমরা বিসিবির কাছে বিদেশি কোচ চেয়েছি। ইতিপূর্বে বিসিবির সঙ্গে আমাদের এমওই (মেমোরান্ডাম অব আন্ডারর্স্ট্যান্ডিং) ছিল, যে তারা আমাদের বিদেশি কোচ দিয়ে সহায়তা করবে। সেটির মেয়াদ শেষ। আমরা নতুন করে এমওই করব। ইতিমধ্যে খসড়া তৈরি করে ফেলেছি।’
কোন ধরনের কোচ চাওয়া হয়েছে প্রশ্ন করলে বিকেএসপি মহাপরিচালক বলেন, ‘ডিপার্টমেন্ট ভিত্তিক কোচ চেয়েছি। বিশেষ করে বোলিং কোচ, ব্যাটিং কোচ। আর তাইবু বয়সভিত্তিক দলের দায়িত্বে থাকবে। এটার জন্য সে ফিট। অনূর্ধ্ব ১৪ এর দায়িত্ব আমরা তাকে দিয়েছি।’
দুই বিদেশি কোচ টাটেন্ডা টাইবু ও অ্যান্ডি কোটামের চুক্তি নবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। এ দুই কোচের কাজে সন্তুষ্ট বিকেএসপির নীতিনির্ধারকেরা। পাশাপাশি বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়নের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আরও বিদেশি কোচ চেয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক বিষয়গুলো নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘তারা (টাইবু) আমাদের এখানে যে পারফরম্যান্স দেখিয়েছে, আমরা খুশি। পরবর্তী আরেকটা মেয়াদের জন্য চুক্তিটা নবায়ন করতে চাচ্ছি। তারা ভালো করছে।’
গত বছরের মার্চে তাঁরা দুজন কোচ হিসেবে যোগ দেন এক বছরের চুক্তিতে। টাইবু আছেন অনূর্ধ্ব ১৪ দলের বয়সভিত্তিক কোচ হিসেবে আর কোটাম ক্রিকেট কোচ হিসেবে।
তাঁদের ছাড়াও প্রতিষ্ঠানটি ক্রিকেট বোর্ডের কাছে আলাদাভাবে ব্যাটিং-বোলিং কোচও চেয়েছে। এ জন্য খসড়াও তৈরি করেছেন বলে জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক, ‘আমরা বিসিবির কাছে বিদেশি কোচ চেয়েছি। ইতিপূর্বে বিসিবির সঙ্গে আমাদের এমওই (মেমোরান্ডাম অব আন্ডারর্স্ট্যান্ডিং) ছিল, যে তারা আমাদের বিদেশি কোচ দিয়ে সহায়তা করবে। সেটির মেয়াদ শেষ। আমরা নতুন করে এমওই করব। ইতিমধ্যে খসড়া তৈরি করে ফেলেছি।’
কোন ধরনের কোচ চাওয়া হয়েছে প্রশ্ন করলে বিকেএসপি মহাপরিচালক বলেন, ‘ডিপার্টমেন্ট ভিত্তিক কোচ চেয়েছি। বিশেষ করে বোলিং কোচ, ব্যাটিং কোচ। আর তাইবু বয়সভিত্তিক দলের দায়িত্বে থাকবে। এটার জন্য সে ফিট। অনূর্ধ্ব ১৪ এর দায়িত্ব আমরা তাকে দিয়েছি।’
স্থগিত হয়ে যাওয়া আইপিএল আগামী শনিবার থেকে আবার মাঠে ফিরছে। তবে এই আইপিএলে ফিরতে না-ও পারেন বেশ কয়েকজন বিদেশি তারকা। না, নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে নয়, তাঁদের না ফেরার কারণ আইপিএলের পরিবর্তিত সূচির সঙ্গে জাতীয় দলের সাংঘর্ষিক সূচি!
৩৩ মিনিট আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বৃষ্টি ভালোই বাগড়া দিয়েছে। যতটুকু খেলা হয়েছে, তাতেই সৈয়দ খালেদ আহমেদ আগুন ঝরিয়েছেন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে চোখে সর্ষেফুল দেখছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
১ ঘণ্টা আগেপেপাল পার্কে আজ রীতিমতো গোলের বন্যা হয়েছে। কখনো গোল করেছে ইন্টার মায়ামি, কখনোবা সান জোসে আর্থকোয়াক্স। তবে গোলবন্যার এই ম্যাচে লিওনেল মেসি কোনো গোল পাননি। একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
১ ঘণ্টা আগেবার্সেলোনার ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে রিয়াল মাদ্রিদ এখনো শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে রিয়ালের।
২ ঘণ্টা আগে