বন্ধ হয়নি সিটিং সার্ভিস
পূর্বঘোষণা অনুযায়ী গতকাল রোববার থেকে রাজধানীতে সিটিং ও গেটলক সার্ভিস বন্ধ থাকার কথা ছিল। কিন্তু আগের মতোই গতকাল কিছু পরিবহন চলেছে সিটিং সার্ভিস হিসেবেই। ভাড়াও আদায় করা হয় সেভাবে। বাসের হেলপার, চালকেরা বলছেন, মালিকেরা তাঁদের সিটিং সার্ভিস বন্ধ রাখার নির্দেশ না দেওয়ায় তাঁরা আগের মতোই ভাড়া কাটছেন।