প্রতিদিন সাড়ে ৬টায় শেষ বইমেলা
করোনার প্রকোপ বেড়েছে। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার ১৮ দফার নির্দেশনা দিয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গণপরিবহনগুলো অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে। এ পরিস্থিতিতে অমর একুশে বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বুধবার (৩১ মার্চ) থেকে বইমেলা চলবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।