Ajker Patrika

প্রতিদিন সাড়ে ৬টায় শেষ বইমেলা

অনলাইন ডেস্ক
আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৬: ৩৭
Thumbnail image

করোনার প্রকোপ বেড়েছে। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার ১৮ দফার নির্দেশনা দিয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গণপরিবহনগুলো অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে। এ পরিস্থিতিতে অমর একুশে বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বুধবার (৩১ মার্চ) থেকে বইমেলা চলবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে অমর একুশে বইমেলা ২০২১ এর সময়সূচিতে আজ ৩১ মার্চ থেকে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বিকেল ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

এর আগে বইমেলা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হতো রাত ৯টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত