ডলার সংকটে আমদানিতে ভাটার টান চলছেই
সেই ভাটার টানেই খাবি খাচ্ছে দেশের আমদানি উদ্যোগ। দিন পেরিয়ে মাসের পর বছর পেরোলেও জোয়ার আসছে না আমদানিতে। উল্টো সময়ের পালাবদলে ভোগ্যপণ্য, মূলধনি যন্ত্রপাতিসহ সামগ্রিক আমদানিতে আরও ভাটা দেখা গেছে। আমদানির বেশির ভাগ হয় বেসরকারিভাবে। এ প্রক্রিয়া সচল রাখার ‘ফুয়েল’ হলো ডলার। দেশে ডলারের অব্যাহত সংকট এখন আ