Ajker Patrika

ব্যাংক পরিচালকেরা মাসে ৮ সভার সম্মানী পাবেন

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

ব্যাংকের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও অন্যান্য কমিটি এক বা একাধিক সভা করতে পারে। আর এক মাসে সর্বোচ্চ আটটি সভার সম্মানী গ্রহণ করতে পারবেন। এর বেশি সভা অনুষ্ঠিত হলেও সেই সভাগুলোর সম্মানী গ্রহণ না করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা জারি করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকের পর্ষদ ও অন্যান্য কমিটির সভা যথাসম্ভব সীমিত করতে হবে। তবে প্রয়োজনীয় ক্ষেত্রে তা বাড়তেও পারে। এ ক্ষেত্রে প্রতি মাসে পরিচালকগণ সর্বোচ্চ পরিচালনা পর্ষদ এবং নির্বাহী কমিটির সম্মিলিতভাবে ৬টি সভা, অডিট কমিটির ১টি সভা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ১টি সভায় উপস্থিতির জন্য সম্মানী গ্রহণ করবেন। এর বাইরে কোনো সভা হলেও তার জন্য সম্মানী গ্রহণ করবেন না।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালকদের যোগ্যতা ও অন্যান্য বিষয়াদি নির্ধারণ করে দিয়েছিল। ওই প্রজ্ঞাপনের ১২ নং অনুচ্ছেদে পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভা অনুষ্ঠান, পরিচালকদের প্রদেয় সম্মানী ও অন্যান্য আর্থিক সুবিধাদি সংক্রান্ত বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়। নতুন মাসে ব্যাংকের পর্ষদ সভা ২টি ও নির্বাহী কমিটির সভা ৪টি নির্দিষ্ট করা ছিল। এখন থেকে এই দুটি কমিটির মোট ৬টি সভা অনুষ্ঠিত করতে কোনো বাধা থাকবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত