বিপিএলে চট্টগ্রামে রানবন্যা কোথায়
মিরপুরে যখন রানের হাপিত্যেশ বাড়ে, সবাই তাকিয়ে থাকে চট্টগ্রামের দিকে। এবার বিপিএলে কিছুটা চমকে দিয়ে যখন মিরপুরের উইকেটে রানবন্যা দেখা গেল, চট্টগ্রামে ঠিক উল্টো। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচের দেখাই মিলছে বেশি।