বাংলাদেশে ইংল্যান্ডের সফর নিয়ে সূচি চূড়ান্ত হয়েছে। একটি টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। সিরিজের সূচি চূড়ান্ত করে তা নিশ্চিত করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড-ইসিবি।
পয়লা মার্চ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে সফর শুরু হবে। মিরপুরে দ্বিতীয় ওয়ানডে খেলবে ৩ মার্চ। এরপর চট্টগ্রাম পর্বের শুরু হবে ৬ মার্চে। সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দিন বিরতির পর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুটি টি-টোয়েন্টি খেলবে চট্টগ্রামে। তারপর ঢাকায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের।
দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে ২-১ এ সিরিজ জিতেছিল ইংলিশরা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেইর কনর সিরিজ প্রসঙ্গে বলেছেন, ‘এটা রোমাঞ্চিত হওয়ার মত খবর যে, ইংল্যান্ড পুরুষ দল ২০১৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে যাচ্ছে। ঢাকা ও চট্টগ্রামে নিশ্চয়ই উৎসবমুখর পরিবেশ অপেক্ষা করবে আমাদের জন্য। আমরা তার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।’
বাংলাদেশে ক্রিকেটের উন্মাদনা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বলেন, ‘সমগ্র বাংলাদেশেই ক্রিকেটের প্রতি দারুণ আবেগ কাজ করে, এবং ঘরের মাঠে আমরা দারুণ রেকর্ড নিয়ে এগিয়ে থাকলেও সেখানে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে আশা করি।’
ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি, ২০২৩
১ মার্চ, প্রথম ওয়ানডে, মিরপুর
৩ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
৬ মার্চ, তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম
৯ মার্চ, প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম
১২ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম
১৪ মার্চ, তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর
বাংলাদেশে ইংল্যান্ডের সফর নিয়ে সূচি চূড়ান্ত হয়েছে। একটি টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল। সিরিজের সূচি চূড়ান্ত করে তা নিশ্চিত করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড-ইসিবি।
পয়লা মার্চ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে সফর শুরু হবে। মিরপুরে দ্বিতীয় ওয়ানডে খেলবে ৩ মার্চ। এরপর চট্টগ্রাম পর্বের শুরু হবে ৬ মার্চে। সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দিন বিরতির পর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুটি টি-টোয়েন্টি খেলবে চট্টগ্রামে। তারপর ঢাকায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের।
দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে ২-১ এ সিরিজ জিতেছিল ইংলিশরা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেইর কনর সিরিজ প্রসঙ্গে বলেছেন, ‘এটা রোমাঞ্চিত হওয়ার মত খবর যে, ইংল্যান্ড পুরুষ দল ২০১৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে যাচ্ছে। ঢাকা ও চট্টগ্রামে নিশ্চয়ই উৎসবমুখর পরিবেশ অপেক্ষা করবে আমাদের জন্য। আমরা তার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।’
বাংলাদেশে ক্রিকেটের উন্মাদনা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বলেন, ‘সমগ্র বাংলাদেশেই ক্রিকেটের প্রতি দারুণ আবেগ কাজ করে, এবং ঘরের মাঠে আমরা দারুণ রেকর্ড নিয়ে এগিয়ে থাকলেও সেখানে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে আশা করি।’
ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি, ২০২৩
১ মার্চ, প্রথম ওয়ানডে, মিরপুর
৩ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
৬ মার্চ, তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম
৯ মার্চ, প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম
১২ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম
১৪ মার্চ, তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বড় করে লেখা আউট। সংযুক্ত আরব আমিরাতের স্কোরকার্ডের পাশে লেখা ৯ উইকেট। কিন্তু পরক্ষণেই সবকিছু উল্টে গেল। কারণ, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। আকাশ চোপড়ার মতে প্রতিপক্ষ পাকিস্তান হলে ভারত এমনটা করতই না।
১৮ মিনিট আগেগায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রানের জন্য বেশ সংগ্রাম করছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। ১০০ রানের লক্ষ্য তাড়া করে অ্যান্টিগা জিতলেও তাদের খেলা শেষ করতে লেগেছে ২০ ওভার। তাতেই প্লে অফে উঠে গেছে সাকিব আল হাসানের অ্যান্টিগা।
১ ঘণ্টা আগেটানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
১০ ঘণ্টা আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
১২ ঘণ্টা আগে