নিয়ম রক্ষার ম্যাচেও বিশ্রাম নেই মেসির
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নিজেদের শেষ ম্যাচে কাল ভোরে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা মেসিদের জন্য এটি শুধুই নিয়মরক্ষার ম্যাচ। তবে এই ম্যাচেও লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।