আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলতে না পারার হতাশাই যেন এদিন বলিভিয়ার ওপর দিয়ে ছাড়লেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়কের অসাধারণ এক হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাইপর্বে আরেকটি দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।
নিজের দ্বিতীয় গোলের পথে একটা রেকর্ডেও নাম তোলেন মেসি। কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে লাতিন আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলদাতা এখন সর্বোচ্চ ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার। ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭ গোল করে এত দিন শীর্ষে ছিলেন পেলে। আর্জেন্টিনার জার্সিতে ১৫৩ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ৭৯টি।
এদিন দর্শকের মন জয় করা ফুটবলই খেলেছে আর্জেন্টিনা। জাদুকরি ফুটবলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি নিজেই। প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে করেন আরও দুই গোল। আর তাতে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
ম্যাচের ১৪ মিনিটে দারুণ এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। লেয়ান্দ্রো পারেদেসের পাস ধরে বলিভিয়া ডিফেন্ডার লুইস হাকিনের বাধা এড়িয়ে প্রায় ২০ গজ দূর থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোলপোস্ট খুঁজে নেন আর্জেন্টিনা অধিনায়ক।
প্রথমার্ধে আরও গোল পেতে পারত আর্জেন্টিনা। ২৭ মিনিটের সময় লাওতারো মার্টিনেসের গোল অফসাইডে বাতিল করে দেন রেফারি। ২ মিনিট পর ১৫ গজ দূর থেকে নেওয়া মেসির শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে হতাশ হতে হয় কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে বলিভিয়ার ওপর আরও চাপ বাড়ায় আর্জেন্টিনা। এর ধারাবাহিকতায় ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মার্টিনেসের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলতে থাকা মেসি ঢুকে পড়েন ডি-বক্সে। প্রথম শটটি প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে ফেরার পর দ্বিতীয় শটে বলিভিয়া গোলরক্ষককে পরাস্ত করেন মেসি।
এই গোলেই মেসি ছাড়িয়ে যান লাতিন আমেরিকার আগের রেকর্ড গোলদাতা পেলেকে। ৮৮ মিনিটে আরও এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করে রেকর্ডটাকে আরেকটু পাকাপোক্ত করেন সাবেক এই বার্সেলোনা তারকা।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার এটি পঞ্চম জয়। আট ম্যাচে পাঁচ জয় আর তিন ড্রয়ে ১৮ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে তারা।
আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলতে না পারার হতাশাই যেন এদিন বলিভিয়ার ওপর দিয়ে ছাড়লেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়কের অসাধারণ এক হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাইপর্বে আরেকটি দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।
নিজের দ্বিতীয় গোলের পথে একটা রেকর্ডেও নাম তোলেন মেসি। কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে লাতিন আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলদাতা এখন সর্বোচ্চ ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার। ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭ গোল করে এত দিন শীর্ষে ছিলেন পেলে। আর্জেন্টিনার জার্সিতে ১৫৩ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ৭৯টি।
এদিন দর্শকের মন জয় করা ফুটবলই খেলেছে আর্জেন্টিনা। জাদুকরি ফুটবলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি নিজেই। প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে করেন আরও দুই গোল। আর তাতে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
ম্যাচের ১৪ মিনিটে দারুণ এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। লেয়ান্দ্রো পারেদেসের পাস ধরে বলিভিয়া ডিফেন্ডার লুইস হাকিনের বাধা এড়িয়ে প্রায় ২০ গজ দূর থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোলপোস্ট খুঁজে নেন আর্জেন্টিনা অধিনায়ক।
প্রথমার্ধে আরও গোল পেতে পারত আর্জেন্টিনা। ২৭ মিনিটের সময় লাওতারো মার্টিনেসের গোল অফসাইডে বাতিল করে দেন রেফারি। ২ মিনিট পর ১৫ গজ দূর থেকে নেওয়া মেসির শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে হতাশ হতে হয় কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে বলিভিয়ার ওপর আরও চাপ বাড়ায় আর্জেন্টিনা। এর ধারাবাহিকতায় ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মার্টিনেসের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলতে থাকা মেসি ঢুকে পড়েন ডি-বক্সে। প্রথম শটটি প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে ফেরার পর দ্বিতীয় শটে বলিভিয়া গোলরক্ষককে পরাস্ত করেন মেসি।
এই গোলেই মেসি ছাড়িয়ে যান লাতিন আমেরিকার আগের রেকর্ড গোলদাতা পেলেকে। ৮৮ মিনিটে আরও এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করে রেকর্ডটাকে আরেকটু পাকাপোক্ত করেন সাবেক এই বার্সেলোনা তারকা।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার এটি পঞ্চম জয়। আট ম্যাচে পাঁচ জয় আর তিন ড্রয়ে ১৮ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে তারা।
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
৪ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
৫ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
৯ ঘণ্টা আগে