ধারের টাকায় বক্সিং শিখে পদক জিতলেন ভারতীয় বক্সার
সেমিফাইনালে ওঠার পরই পদক জয় নিশ্চিত হয়েছিল লভলিনা বড়গোহাইয়ের। কিন্তু কেবল ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে চাননি ভারতের এই নারী বক্সার। বলেছিলেন, সোনা জিতেই দেশে ফিরতে চান তিনি। তাঁর সেই ইচ্ছা শেষ পর্যন্ত পূরণ হলো না। অলিম্পিকের সেমিফাইনালে হেরে এখন ব্রোঞ্জ নিয়েই দেশে ফিরতে হবে তাঁকে।