বক্সিং রিংয়ে ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে দিয়ে পেয়েছিলেন বিশ্বের সবচেয়ে ‘খারাপ’ মানুষের তকমা। সেই মাইক টাইসনকে উত্ত্যক্ত করা আর বাঘের লেজ দিয়ে কান চুলকানো তো প্রায় একই কথা!
কিন্তু বিমানে এক যাত্রী এমন দুঃসাহসই দেখাতে গিয়েছিলেন। অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে করেছেন টাইসনকে বিরক্ত। এবং ফল যা হওয়ার তাই হয়েছে, সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়নের হাতে খেয়েছেন বেধড়ক ঘুষি।
সান ফ্রানসিসকো থেকে বিমানে চড়ে ফ্লোরিডায় যাওয়ার কথা ছিল সর্বকালের অন্যতম সেরা বক্সার টাইসনের। বিমান উড্ডয়নের আগেই এক মাতাল যাত্রী ক্রমাগত উত্ত্যক্ত করেছেন টাইসনকে। একপর্যায়ে সেই মাতাল ব্যক্তি টাইসনকে বোতলের পানি ছুড়েছেন বলেও জানা গেছে।
ফোনের এক ভিডিওতে দেখা গেছে, শুরুতে শান্তই ছিলেন টাইসন। এমনকি সেই যাত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণও করেছেন। কিন্তু একের পর এক কাণ্ডে শেষ পর্যন্ত মেজাজ হারিয়ে উত্ত্যক্তকারী যাত্রীর মুখে কয়েকটি ঘুষি চালিয়ে বিমান থেকে নেমে যান টাইসন।
টাইসনের ঘুষি খেয়ে শেষ পর্যন্ত হুঁশ ফিরেছে সেই যাত্রীর। তার মুখে কয়েকটি আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্তও শুরু করেছে তারা। পরে বিবৃতিতে টাইসনের প্রতিনিধি থেকে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত টাইসন একজন আগ্রাসী যাত্রীর পাল্লায় পড়েছিলেন, যিনি কিনা টাইসনকে যাত্রী সিটে ক্রমাগত বিরক্ত করেছেন এবং একপর্যায়ে পানিও ছুড়েছেন।’
বক্সিং রিংয়ে ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে দিয়ে পেয়েছিলেন বিশ্বের সবচেয়ে ‘খারাপ’ মানুষের তকমা। সেই মাইক টাইসনকে উত্ত্যক্ত করা আর বাঘের লেজ দিয়ে কান চুলকানো তো প্রায় একই কথা!
কিন্তু বিমানে এক যাত্রী এমন দুঃসাহসই দেখাতে গিয়েছিলেন। অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে করেছেন টাইসনকে বিরক্ত। এবং ফল যা হওয়ার তাই হয়েছে, সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়নের হাতে খেয়েছেন বেধড়ক ঘুষি।
সান ফ্রানসিসকো থেকে বিমানে চড়ে ফ্লোরিডায় যাওয়ার কথা ছিল সর্বকালের অন্যতম সেরা বক্সার টাইসনের। বিমান উড্ডয়নের আগেই এক মাতাল যাত্রী ক্রমাগত উত্ত্যক্ত করেছেন টাইসনকে। একপর্যায়ে সেই মাতাল ব্যক্তি টাইসনকে বোতলের পানি ছুড়েছেন বলেও জানা গেছে।
ফোনের এক ভিডিওতে দেখা গেছে, শুরুতে শান্তই ছিলেন টাইসন। এমনকি সেই যাত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণও করেছেন। কিন্তু একের পর এক কাণ্ডে শেষ পর্যন্ত মেজাজ হারিয়ে উত্ত্যক্তকারী যাত্রীর মুখে কয়েকটি ঘুষি চালিয়ে বিমান থেকে নেমে যান টাইসন।
টাইসনের ঘুষি খেয়ে শেষ পর্যন্ত হুঁশ ফিরেছে সেই যাত্রীর। তার মুখে কয়েকটি আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্তও শুরু করেছে তারা। পরে বিবৃতিতে টাইসনের প্রতিনিধি থেকে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত টাইসন একজন আগ্রাসী যাত্রীর পাল্লায় পড়েছিলেন, যিনি কিনা টাইসনকে যাত্রী সিটে ক্রমাগত বিরক্ত করেছেন এবং একপর্যায়ে পানিও ছুড়েছেন।’
হকি এশিয়া কাপ শুরু হতে বাকি আর ৮ দিন। অংশ নেওয়া দলগুলো প্রস্তুতির জন্য লম্বা সময় পেয়ে থাকলেও ব্যতিক্রম বাংলাদেশ। এশিয়ান হকি ফেডারেশন থেকে খেলার নিশ্চয়তাই পেয়েছে গতকাল। তাই প্রস্তুতি নিতে হচ্ছে বেশ তড়িঘড়ি করে।
২০ মিনিট আগেদক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট কেটেছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
৪০ মিনিট আগেকেয়ার্নসে কিছুক্ষণ পরই সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। এই সময় বড় ধাক্কা খেল প্রোটিয়ারা। ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন দলটির তারকা পেসার কাগিসো রাবাদা।
১ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা আগেই অর্জন করেছে ব্রাজিল। বাছাইপর্বের যে দুটি ম্যাচ বাকি, সেগুলো সেলেসাওদের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। এই দুই ম্যাচের জন্য ব্রাজিল দলে নেইমার ফিরছেন বলে শোনা যাচ্ছে।
২ ঘণ্টা আগে