অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন সাবেক প্রেসিডেন্ট। দেশকে রাশিয়ান আগ্রাসন থেকে বাঁচাতে এবার একই ঘোষণা দিলেন ইউক্রেনের কিংবদন্তি বক্সার ক্লিচকো ভ্রাতৃদ্বয়।
ইউক্রেনকে প্রায় সব দিক দিয়েই ঘিরে ফেলেছে রাশিয়ান সৈন্য-সামন্ত। প্রবেশ করেছে রাজধানী কিয়েভেও। রাজধানী ছেড়ে এরই মধ্যে পালিয়েছে ১ লাখের বেশি মানুষ।
২০১৪ সাল থেকে এই শহরে মেয়রের দায়িত্বে পালন করেছেন সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন ভিতালি ক্লিচকো। এক টেলিভিশন অনুষ্ঠানে ক্লিচকো ভাইদের বড়জন বলেছেন, ‘আমি দেশের মানুষের ওপর বিশ্বাস রেখেছি। আমরা রক্তাক্ত একটা যুদ্ধে জড়িয়ে গেছি। আর কোনো রাস্তা খোলা নেই। যুদ্ধে যেতেই হবে।’
আরেক ভিডিও বার্তায় ভিতালির ছোট ভাই আরেক হেভিওয়েট চ্যাম্পিয়ন ভ্লাদিমির কিচকো বলেছেন, ‘এই অনর্থক যুদ্ধে কেউই জয়ী হতে পারবে না, এখানে আছে শুধু হার। ইউক্রেনের নাগরিকদের বলতে চাই, একসঙ্গে আমরা এই রাশিয়ান আগ্রাসন ঠেকিয়ে দিতে পারব। ইউক্রেন, ইউরোপ কিংবা সারা বিশ্বে এই যুদ্ধ ছড়াতে দেওয়া যাবে না। একতাই আমাদের শক্তি।’
এই মাসের শুরুতেই ইউক্রেনের বিশেষায়িত সেনাবাহিনীতে যোগ দিয়েছেন ভ্লাদিমির ক্লিচকো। সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি বার্তায় তিনি লিখেছেন, ‘গণতন্ত্র একটি ভঙ্গুর শাসনব্যবস্থা। গণতন্ত্র একা নিজেকে রক্ষা করতে পারে না, একে রক্ষা করতে প্রয়োজন এর জনগণের। গণতন্ত্রবাদীদের ছাড়া গণতন্ত্র নেই।’
অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন সাবেক প্রেসিডেন্ট। দেশকে রাশিয়ান আগ্রাসন থেকে বাঁচাতে এবার একই ঘোষণা দিলেন ইউক্রেনের কিংবদন্তি বক্সার ক্লিচকো ভ্রাতৃদ্বয়।
ইউক্রেনকে প্রায় সব দিক দিয়েই ঘিরে ফেলেছে রাশিয়ান সৈন্য-সামন্ত। প্রবেশ করেছে রাজধানী কিয়েভেও। রাজধানী ছেড়ে এরই মধ্যে পালিয়েছে ১ লাখের বেশি মানুষ।
২০১৪ সাল থেকে এই শহরে মেয়রের দায়িত্বে পালন করেছেন সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন ভিতালি ক্লিচকো। এক টেলিভিশন অনুষ্ঠানে ক্লিচকো ভাইদের বড়জন বলেছেন, ‘আমি দেশের মানুষের ওপর বিশ্বাস রেখেছি। আমরা রক্তাক্ত একটা যুদ্ধে জড়িয়ে গেছি। আর কোনো রাস্তা খোলা নেই। যুদ্ধে যেতেই হবে।’
আরেক ভিডিও বার্তায় ভিতালির ছোট ভাই আরেক হেভিওয়েট চ্যাম্পিয়ন ভ্লাদিমির কিচকো বলেছেন, ‘এই অনর্থক যুদ্ধে কেউই জয়ী হতে পারবে না, এখানে আছে শুধু হার। ইউক্রেনের নাগরিকদের বলতে চাই, একসঙ্গে আমরা এই রাশিয়ান আগ্রাসন ঠেকিয়ে দিতে পারব। ইউক্রেন, ইউরোপ কিংবা সারা বিশ্বে এই যুদ্ধ ছড়াতে দেওয়া যাবে না। একতাই আমাদের শক্তি।’
এই মাসের শুরুতেই ইউক্রেনের বিশেষায়িত সেনাবাহিনীতে যোগ দিয়েছেন ভ্লাদিমির ক্লিচকো। সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি বার্তায় তিনি লিখেছেন, ‘গণতন্ত্র একটি ভঙ্গুর শাসনব্যবস্থা। গণতন্ত্র একা নিজেকে রক্ষা করতে পারে না, একে রক্ষা করতে প্রয়োজন এর জনগণের। গণতন্ত্রবাদীদের ছাড়া গণতন্ত্র নেই।’
বলটি ধেয়ে আসছিল এলমান মতিনের দিকেই। কিন্তু নাগালের বাইরে হওয়ায় নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। উল্টো তা রিসিভ করতে হয় মাঠের বাইরে থাকা এক সাংবাদিককে। তাঁর এমন দক্ষতায় মতিন হাসিমুখে বলে ওঠেন ‘নাইস’। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ ফুটবলারের বাংলায় কথা বলতে তেমন কোনো জড়তা নেই, বাচনভঙ্গি স্বভাবতই ইংরেজদের...
১০ মিনিট আগেলাহোরে বিশ্বকাপ বাছাইপর্বে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে আজ জিতলে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করবে নিগার সুলতানা জ্যোতির দল। আর যদি হেরে যায় ‘যদি-কিন্তু’র দিকে তাকিয়ে থাকতে হবে তাঁদের...
৩৫ মিনিট আগেপাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে একটাই লক্ষ্যের কথা জানিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। সে লক্ষ্য, বিশ্বকাপ নিশ্চিত করা। টানা তিন ম্যাচ জিতে সে লক্ষ্যের খুব কাছে চলে এলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে অপেক্ষা বেড়েছে দলের। বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচ আজ। প্রতিপক্ষ পাকিস্তান, যারা তাদের আগের ম্যাচেই...
১ ঘণ্টা আগে৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১৩ ঘণ্টা আগে