নবরূপে এল আলতাফ শাহনেওয়াজের ‘আলাদিনের গ্রামে’
নবরূপে ‘আলাদিনের গ্রামে’ প্রকাশ সম্পর্কে কবি আলতাফ শাহনেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘কবিতা তো আসলে একটা আদর, একটা যত্ন দাবি করে। আমার কাছে মনে হয়, লেখ্যরূপের পাশাপাশি একটা দৃশ্যরূপও থাকে কবিতার। এ কারণে এবার কবিতাগুলো অলংকৃত করে পাঠকের সামনে হাজির করার একটা চেষ্টা করা হয়েছে। আগের প্রকাশে এমনটা ছিল না