সিঙ্গাপুর ম্যাচেও এমন চমক দেখাতে চান হামজা
ঢাকার জাতীয় স্টেডিয়াম যে গতকাল হয়ে উঠেছে হামজাময়। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিতে শোনা গেল ‘বাংলাদেশ, বাংলাদেশ’, ‘হামজা–হামজা’ স্লোগান। ভক্ত-সমর্থকদের এমন ভালোবাসার দারুণ প্রতিদান দিয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার।