বার্সা ছেড়ে কি কখনো রিয়ালে যাবেন ইয়ামাল
ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, লিওনেল মেসিরা না থাকায় এল-ক্লাসিকোর সেই জৌলুসটা হয়তো নেই। কিন্তু যে ‘হাইপ’ তাঁরা তৈরি করে গেছেন, এখনো রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচ ঘিরে থাকে উত্তাপ। স্প্যানিশ দুই ক্লাবের ভক্ত-সমর্থকদের মধ্যে কথার লড়াই জমে ওঠে।