লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন ‘কসাই’ মার্তিনেজ
মাঠে খেলতে নামলেই লিসান্দ্রো মার্তিনেজের মধ্যে দেখা যায় ‘যুদ্ধংদেহী মনোভাব’। প্রতিযোগিতামূলক ম্যাচ থেকে প্রীতি ম্যাচ, মাঠে নামলেই পুরোটা নিংড়ে দেন তিনি। ডিফেন্সে তিনি থাকলে রক্ষণভাগ ভেদ করে প্রতিপক্ষ ফুটবলারদের গোল করতে রীতিমতো ঘাম ছুটে যায়। ‘কসাই মার্তিনেজ’ নামে এরই মধ্যে পরিচিতি পেয়ে গেছেন। এবার ত