বৃষ্টিতে গলে গেছে কাঁচা ইট
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অসময়ের বৃষ্টিতে চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার ইটভাটাগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে। মালিকদের দাবি, গত রোববার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে অধিকাংশ কাঁচা ইট গলে গেছে। এতে তাঁদের অন্তত ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।