ধানের দামে খুশি কৃষক
চট্টগ্রামের ফটিকছড়ির বাজারে আমন ধান বিক্রি শুরু করেছেন কৃষক। প্রতি আড়ি (১৬ কেজি) মোটা জাতের ধান বাজারে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। কৃষকেরা জানান, এই দামে ধান বিক্রি করে তাঁরা খুশি। উৎপাদন খরচ মিটিয়ে গত বছরের চেয়ে বেশি লাভের আশা করছেন তাঁরা।