ডিএনএর কৃত্রিম মৌলিক গাঠনিক উপাদান তৈরি হলো
প্রাণ তথা জীবনের অন্যতম মৌলিক গাঠনিক উপাদান বলে বিবেচনা করা হয় নিউক্লিওটাইডকে। মানুষের বংশগতির ধারক-বাহক বলে পরিচিত ডিএনএর মৌলিক গাঠনিক উপাদানও এটি। এবার জীবনের এই মৌলিক উপাদানটিকে পরীক্ষাগারে তৈরির দাবি করেছেন জার্মানির ইউনিভার্সিটি অব কোলনের বিজ্ঞানীরা।