রাশিয়ার সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর হামলা, নিহত ১১
রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ইউক্রেন সীমান্তের দক্ষিণ-পশ্চিম বেলগোরোদ অঞ্চলে এ ঘটনা ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রুশ বাহিনীর ওপর ইউক্রেনের সর্বশেষ আঘাত এটি।