মাখোঁর জয়ের পর প্যারিসে বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
টানা দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এমানুয়েল মাখোঁ। তবে গতকাল রোববার চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ শেষে তাঁর জয়লাভের পরই প্যারিসে বিক্ষোভ হয়েছে। পুলিশ সেই বিক্ষোভে টিয়ারশেল ছুড়ে, তা ছত্রভঙ্গ করে দেয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।